বিশ্বকাপের আগেই ‘বাংলাদেশ আতঙ্ক’ ইংল্যান্ড শিবিরে

চলতি মাসের ৩০ তারিখে শুরু হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ। আসন্ন আসরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে অংশগ্রহণকারী দলগুলো। সেক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশ। বরং অন্যান্য দলের চেয়ে একটু বেশিই প্রস্তুত লাল-সবুজের সৈনিকরা। আর এতে ভয় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের।

আগামী ৮ জুন কার্ডিফে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে টাইগারদের নিয়ে সতর্ক মরগান। সম্প্রতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

ইংলিশ অধিনায়ক বলেছেন, বাংলাদেশ খুবই ঐক্যবদ্ধ দল। ইতোমধ্যে ক্রিকেট বিশ্বকে বিমুগ্ধ করেছে লাল-সবুজ জার্সিধারীরা।বিশ্বকাপজুড়ে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশকে নিয়ে সতর্কতার আরেকটি বড় কারণ আছে ইংল্যান্ডের। এর আগে দুইবার (২০১১ ও ২০১৫) বিশ্বকাপে টাইগারদের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা।

সেসব জয়ে অসামান্য অবদান ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের। এবারো দলে আছেন তারা। রয়েছেন ফর্মের মগডালেও। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আসছে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভোগাতে পারে যেকোনো দলকেই।

Scroll to Top