অপরাজিত থেকেই ত্রিদেশীয় সিরেজে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার (১৫ মে) স্বাগতিক আয়ারল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে টাইগাররা। এদিন স্বাগতিকদের দেয়া ২৯৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটে বড় জয় পায় বাংলাদেশ।
দুর্দান্ত এমন জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা জানতাম এখানে তিনশো রান তাড়া করা ব্যাপার হবে না।’
এদিন, ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ রাহী ৯ ওভার বল করে ৫৮ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। সংবাদ সম্মেলনে রাহীর প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, ‘বোলিংয়ে আবু (জায়েদ রাহী) দুর্দান্ত ছিল।’
এসময় তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটিংও দারুণ হচ্ছে, বিশেষ করে টপ অর্ডার। আমরা এই সিরিজে তিন ম্যাচ জিতেছি। ফাইনাল নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী।’
প্রসঙ্গত, সিরিজে দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। মূল খেলায় টানা তিন জয় নিয়ে শুক্রবার ( ১৭ মে) ক্যারিবীয়দের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।