আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার বিশাখাপত্তনমে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দিল্লি। কোনো ব্যাটসম্যানই ক্রিজে ঠিকমতো দাঁড়াতে পারেননি। যা একটু চেষ্টা করেছেন দলের সেরা তারকা রিশভ প্যান্ট। তিনি করেন ২৫ বলে সর্বোচ্চ ৩৮ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় দিল্লি।
চেন্নাইয়ের হয়ে দীপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ড্যারেন ব্রাভো-প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।
জবাবে ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসনের অভিজ্ঞতার কাছে হেরে যান দিল্লি। সূচনাটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেন এ দুই ব্যাটসম্যান। ডু প্লেসি ৩৯ বলে এবং ওয়াটসন ৩২ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফেরেন। এতে চেন্নাইয়ের জয়ের পথ পরিষ্কার হয়ে যায়।
সুরেশ রায়না ১১ ও ধোনি ৯ রান করেন। বাকি কাজটা সারেন আম্বাতি রায়ডু। ২০ রানে অপরাজিত থেকে বিজয়ী সেনার বেশে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতে ৬ উইকেটে জিতে যায় চেন্নাই।