উজ্জীবিত বাংলাদেশের সামনে আজ বিধ্বস্ত আয়ারল্যান্ড

দুর্দান্ত জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। গত ৭ মে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় মাশরাফি বিন মর্তুজার দল। প্রথম ম্যাচে বড় জয়ের পর বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ডাবলিনের ম্যালাইাডের দ্য ভিলেজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে।

আয়ারল্যান্ড বিশ্বকাপে অংশ নিবে না। কিন্তু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ। বিশ্বকাপের আগে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে জয় তুলে নিয়েছে তা অসাধারণ। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভারো করতে পারছিলেন না। কিন্তু গত ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরাই ম্যাচ জিতিয়েছেন।

ম্যাচটিতে ওপেনিং জুটিতে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তামিম আউট হন ৮০ রান করে। আর ৬৮ বলে ৭৩ রান করেন সৌম্য। ৬১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। আর ২৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। বোলিংয়েও ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। মাশরাফি বিন মর্তুজা ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ২টি, মোস্তাফিজুর রহমান ২টি, সাকিব আল হাসান ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
\"\"

এক ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুই ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এক ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। আইরিশরা তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৯৬ রানে হেরেছিল। আবার মূল ম্যাচে জিতলেও সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে বাংলাদেশ হেরেছিল ৮৮ রানে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে। আর আয়ারল্যান্ড জিতেছে ২টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশে এখন তীব্র গরম পড়লেও আয়ারল্যান্ডে এখন শীতকাল। সেখানে সকালবেলা তাপমাত্রা থাকে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস। সুতরাং, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই বড় চ্যালেঞ্জ। তবে, এমন কন্ডিশনেও বাংলাদেশের শুরুটা হয়েছে আশাব্যঞ্জক। প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনার তেমন কোনো সম্ভাবনা নেই। যদি শেষ মুহূর্তে কেউ ইনজুরিতে পড়েন সেই বিষয়টি ভিন্ন।

Scroll to Top