পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসেই হোঁচট

পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসেই হোঁচট
প্রতীকী ছবি

সব কটি সূচকের উত্থানের মধ্য দিয়ে গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হলেও, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা। তবে ডিএসইতে লেনদেন কমেলেও, বেড়েছে ‍সিএসইতে।

আজ রোববার (২১ মে) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯০ দশমিক ৯ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনও। রোববার লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১২১ কোটি ১৭ লাখ টাকা।

এছাড়া রোববার ডিএসইতে ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এছাড়া রূপালী লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড, সিমটেক্স, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও আমরা নেটওয়ার্ক ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচক। রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০৮৫ দশমিক ৮৫ পয়েন্টে ও ১ হাজার ১৬৫ দশমিক ০০৮ পয়েন্টে।

আর সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে ও ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে।

তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা।

সিএসইতে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৯৪টির কোম্পানির শেয়ারদর।