জার্মানির একটি কবরে প্রায় ৩ হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান মিলেছে যা এখনও অক্ষত এবং চকচকে।
এ ঘটনায় প্রত্নতত্ত্ববিদরা বিস্ময় প্রকাশ করে বলেন, দেখে যে কারও মনে হতে পারে, কেউ সংরক্ষণ করে রেখেছে এটি!
জার্মানির দক্ষিণের শহর নর্ডলিঙ্গেনের একটি কবরে চতুর্দশ শতকের চকচকে এই তলোয়ারটি পাওয়া যায়।
রাজ্যের স্মৃতিস্তম্ভ সুরক্ষা কার্যালয় (বিএলএফডি) জানিয়েছে, ‘এটি এখনও চকচক করছে।’
বিএলএফডি জানায়, তলোয়ারের ধারালো অংশটি অষ্টভুজাকৃতির। হাতলে রয়েছে কারুকাজ। অষ্টভূজাকৃতির কারণে এমন তলোয়ার তৈরি করা জটিল বলে জানিয়েছে বিএলএফডি।
প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করেছেন, শুধু প্রদর্শনের জন্যই নয় বরং সত্যিকারের অস্ত্র হিসেবে এটি ব্যবহার হতো। তবে তলোয়ারটি কার ছিল, সে প্রশ্নের কোনো উত্তর মেলেনি।
ওই কবরে একজন নারী, পুরুষ এবং এক বালকের হাড় পাওয়া যায়। ছিল ব্রোঞ্জের আরও বেশ কিছু সরঞ্জাম। পুরনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ সূত্রঃ বিবিসি