দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পরস্পরিক মিল একান্তই জরুরী। এই মিলই একটি সংসারকে মজবুতভাবে বেঁধে রাখতে পারে। এ ক্ষেত্রে নারীদের ভূমিকা বেশি।
তবে অনুমতি ছাড়া স্বামীর টাকা খরচ করা স্ত্রীর জন্য জায়েজ নেই। স্ত্রী যদি মনে করেন, নিজের মা-বাবা অথবা ভাইয়ের জন্য অল্প-স্বল্প খরচ করলে কিংবা মাঝে মধ্যে তাদের হাদিয়া দিলে স্বামী মন খারাপ করবেন না; তাহলে এমন কিছু ক্ষেত্রে স্বামীর স্পষ্ট অনুমতি ছাড়া স্ত্রী খরচ করতে পারবেন। যেহেতু স্বামী এতে সায় দেবেন এবং আপত্তি করবেন না বলে স্ত্রীর প্রবল ধারণা রয়েছে। আর এতে তারা দুইজনই সওয়াব পাবেন।
হাদীসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, যদি কোনো স্ত্রী ক্ষতি না করে বাড়ির খাবার থেকে দান করে, তাহলে সে তার দানের সওয়াব পাবে এবং তার স্বামী এ খাবার উপাজর্নের কারণে সওয়াব পাবে। আর সঞ্চয়কারীও সওয়াব পাবে। এদের কেউ অন্যের সওয়াবে কমতি করবে না। (মুসলিম, হাদিস নং: ১৭০৬)