রিচার্ড ম্যাককিনি ছিলেন একজন খ্রিস্টান। তিনি প্রায় ২৫ বছর মার্কিন সামরিক বাহিনীতে চাকরির পর অবসর নেন। ওই সময়টাতে তিনি মুসলমানদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন। এই ঘৃণা থেকেই তিনি ইন্ডিয়ানাতে অবস্থিত ইসলামিক সেন্টার উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিলেন বলে তিনি জানান। পরিকল্পনামাফিক তিনি নিজের পরিচয় গোপন রেখে সেখানকার মুসলমানদের সঙ্গে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেন। একসময় ইসলাম নিয়ে তার ভুল ধারণা ভেঙ্গে যায় এবং ইসলামে ধর্মান্তরিত হন।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ৯/১১ সন্ত্রাসী হামলায় তালাত হামদানীর ছেলে মোহাম্মদ সালমান হামদানী নিহত হয়। সালমান হামদানী ছিলেন একজন পুলিশ ক্যাডেট। তার মুসলিম বিশ্বাসের কারণে প্রাথমিকভাবে নিহত সালমান সন্দেহের তালিকায় ছিলেন। পরে তাকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট থেকে পূর্ণ মর্যাদার্য় সমাধিস্থ করা হয়।
বৃহস্পতিবার রাতে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ‘আমেরিকান মুসলিম’ নামে একটি প্রোগ্রামে সালমানের মা তালাত হামদানী ও রিচার্ড ম্যাককিনি তাদের বাস্তব জীবনের গল্প উপস্থাপন করবেন। অনুষ্ঠানটি সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টারের শুরু হবে। এটি জনগণের জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি