তাবলিগ জামায়াতের জেলা ইজতেমায় মুসল্লিদের ঢল

ঠাকুরগাঁওয়ে তিনদিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে। আম বয়ানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর থেকে শুরু হয় প্রথম দিনের ইজতেমার কার্যক্রম। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

তাবলিগ জামায়াতের সুরাহ সদস্যদের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়। মাওলানা সিরাজুর রহমান ইজতেমা শুরুতে বয়ান করেন। আল্লাহকে রাজি খুশি করতেই জেলা ইজতেমায় অংশ নেন মুসল্লিরা। আগামী শনিবার (৫ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে বলে জানা যায়।

মুসল্লিরা জানান, ঢাকার টঙ্গিতে অনুষ্ঠিত ইজতেমায় অংশ নেয় দূর-দূরান্তের মুসল্লিরা। এবার বাড়ির কাছে অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে মুসল্লিদের আরও বেশি অংশগ্রহণ দেখা যাচ্ছে। কারণ তারা পরিবারের অনেক সদস্যদের নিয়ে আসতে পারছেন এ ময়দানে। আল্লাহকে খুশি করাতে পারলেই মুসল্লিদের সার্থকতা বলে জানান তারা।

আয়োজিত তিনদিনের এ ইজতেমায় ইন্দোনেশিয়া থেকে আটজন ও ঢাকার কাকরাইল থেকে ১২ জন মাওলানা বয়ান করবেন বলে জনিয়েছে আয়োজক কমিটি।

তাবলীগ জামায়াতের সুরা সদস্য মো. হাসিবুর রহমান জানান, ইজতেমা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করা হচ্ছে, এ ময়দানে প্রায় ১০-১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।

Scroll to Top