namaj1

নামাজে মন অন্যদিকে চলে গেলে কী করবেন

নামাজে অনিচ্ছাকৃত অন্য দিকে মন চলে যাওয়ার কারণে নামাজ নষ্ট হবে না। তবে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি করণীয় আছে—

১. ভালোভাবে পবিত্রতা অর্জন করা।

২. যত্নসহকারে ওজু করা।

৩. (মাকরুহ ওয়াক্ত না হলে) ফরজ নামাযের পূর্বে দুই রাকাত তাহিয়্যাতুল ওজু অথবা তাহিয়্যাতুল মসজিদ পড়া।

৪. নামাজের পূর্বে এই দোয়া পড়া –

أعوذ بالله العظيم و بوجهه الكريم و سلطانه القديم من الشيطان الرجيم

আউযুবিল্লাহিল আজিম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্বনিহিল ক্বদীম, মিনাশ শাইত্বনির রজীম।

৫. নামাজের ভেতরে তাকবিরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রতিটি জিকির তথা তাকবির, তাসবিহ, কিরাত মনোযোগ সহকারে পড়া। সম্ভব হলে অর্থের দিকে খেয়াল করা।

৬. এরপরেও নামাজের ভেতরে অন্যমনস্ক হয়ে গেলে, শয়তানের ওয়াসওয়াসা এসে গেলে

أعوذ بالله من الشيطان الرجيم

আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম পড়া।

Scroll to Top