munajat

মোনাজাতের পর মুখমন্ডল মাসেহ করা কি সুন্নাহসম্মত?

ইবনে বাযের (রাহিঃ) ফতোয়া

উত্তর: মুখমন্ডল মাসেহ করার ব্যাপারে কোন প্রকারের সহীহ হাদিস বর্ণিত হয়নি, কিন্তু এই বিষয়ে কিছু দুর্বল হাদিস পাওয়া যায়।

অতএব সর্বাধিক বিশুদ্ধ মতামত হল, হাত দিয়ে মুখ মাসেহ করা উচিত নয়। কিছু আলেম মনে করেন যে, এরকম করাতে কোন দোষ নেই, যেহেতু এব্যাপারে কিছু হাদিস বর্ণিত হয়েছে, যা একে অপরকে সমর্থন করে, যদিও সেগুলো যঈফ বা দুর্বল এবং হাসান হাদিস হিসাবে বিবেচিত হতে পারে (যার বর্ণনাকারীদের মধ্যে একজন দুর্বল বর্ণনাকারী বা রাবী থাকেন যার নির্ভুলতা দূর্বল, কিন্তু খুঁত বা কলঙ্ক থেকে মুক্ত), যে কারণে আল হাফিজ ইবনে হাজার তার বইয়ের (বুলুগ-উল-মারাম) শেষ অধ্যায়ে তা উল্লেখ করেছেন।

উপসংহার হল যে, এমন কোন সহীহ হাদিস বর্ণিত নেই, যা মুখমন্ডল মাসেহ করা প্রমাণ করে এবং নবী (সা:) সালাত-উল-ইস্তিসক্বার (বৃষ্টি প্রার্থনার সালাত) সময় অথবা অন্য কোন সালাতে এরকম করেননি যেসব পরিস্থিতিতে তিনি হাত উঠিয়েছেন, যেমন আল-সাফা ও আল-মারওয়াতে (মক্কার দুটি পাহাড়), আরাফাতে (মক্কার নিকটবর্তী পাহাড়), মুযদালিফাতে (মক্কার বাইরের একটি স্থান) এবং পাথর নিক্ষেপের সময়।

তিনি যখন দোআ করেছেন, তখন হাত উঠিয়েছেন, সাহাবায়ে কেরামগণ (নবী সাঃ এর সাথীগণ) এরকম বর্ণনা করেননি। সুতরাং এটি ইঙ্গিত করে যে, এটি করা উচিত নয়। আল্লাহ আমাদের সাফল্য দান করুন।

Scroll to Top