কোরআনের আয়াত লিখিত কাগজ যদি প্রচলিত তাবিজের খোলে ঢোকানো থাকে, তাহলে তা শরীরে বাঁধা অবস্থায় অথবা পকেটে নিয়ে টয়লেটে যাওয়া নাজায়েজ হবে না। তবে বাইরে রেখে যাওয়ার সুযোগ থাকলে রেখে যাওয়া উত্তম।
কোরআনের আয়াত, হাদিস বা আল্লাহর নাম ইত্যাদি সম্মানিত কোনো লেখা দৃশ্যমান অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া নাজায়েজ। লেখা দৃশ্যমান না হলে সমস্যা নেই। কোরআনের আয়াত, হাদিস লেখা কাগজ তাবিজের খোলের ভেতরে থাকলে অথবা ভাজ করা অবস্থায় পকেটে থাকলে যেহেতু লেখা দৃশ্যমান থাকে না, তাই এ অবস্থায় টয়লেটে যাওয়া নাজায়েজ হবে না।
কারো গলায় ঝোলানো লকেটে যদি আল্লাহর নাম থাকে এবং তা দৃশ্যমান থাকে, তাহলে টয়লেটে যাওয়ার আগে লকেট খুলে পকেটে নিয়ে নিতে হবে অথবা লকেট যেন ঢেকে থাকে এই ব্যবস্থা করতে হবে।