মুরগির লালা মূলত নাপাক নয়। তাই মুরগি যদি আবদ্ধ জায়গায় থাকে বা এমন জায়গায় ঘোরাফেরা করে যেখানে কোনো নাপাক জিনিসে মুখ দেওয়ার সুযোগ নেই, তাহলে ওই মুরগি কোনো খাবারে মুখ দিলেও ওই খাবার নাপাক হবে না, খাওয়া যাবে।
যে মুরগি বাইরে ঘোরাফেরা করে ও নাপাকিতে মুখ দেওয়ার সম্ভাবনা থাকে, ওই মুরগি কোনো খাবারে মুখ দিলে ওই খাবার সতর্কতামূলক না খাওয়া উত্তম, খাওয়া মাকরুহ, নাজায়েজ নয়।
যদি মুরগির ঠোঁটে নাপাকি লেগে থাকতে দেখা যায় তাহলে মুরগি যে খাবারে মুখ দেবে তা নাপাক হয়ে যাবে এবং খাওয়া নাজায়েজ হবে।