আজকের নামাজের সময়সূচি

সংগৃহীত ছবি

ইমান গ্রহণের পর প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নামাজ হলো দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সময়মত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে।

কেননা প্রথম নামাজের হিসাব আখিরাতে সকল মুসলমানের জন্য কবুল হবে। একজন ব্যক্তি সহজেই তার নামাজের হিসাব করতে পারে এবং পরবর্তী কোনো হিসাব নিয়েও তার কোনো সমস্যা হবে না। নামাজকে গুরুত্ব সহকারে নেওয়া জরুরী। প্রার্থনা করার সময় অসুবিধায় পরাস্ত হওয়া আবশ্যক নয়।

আজ শনিবার, ১৯ আগস্ট ২০২৩ (৪ ভাদ্র, ১৪৩০ বাংলা, ২ সফর ১৪৪৫ হিজরি)। দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি-

ফজর: ৪টা ১৭ মিনিট * জোহর: ১২টা ০৫ মিনিট * আসর: ৪টা ৩৭ মিনিট * মাগরিব: ৬টা ৩৩ মিনিট * এশা: ৭টা ৫০ মিনিট

ফজর (রোববার, ২০ আগস্ট): ৪টা ১৭ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে–

বিয়োগ করতে হবে–

চট্টগ্রাম: ৫ মিনিট * সিলেট: ৬ মিনিট *

যোগ করতে হবে–

খুলনা: ৩ মিনিট * রাজশাহী: ৭ মিনিট * রংপুর: ৮ মিনিট * বরিশাল: ১ মিনিট

সূর্যোদয় (শনিবার, ১৯ আগস্ট): ৫টা ৩৪ মিনিট