চলতি মৌসুমে হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। ফিরতি প্রথম ফ্লাইটটি ঢাকায় নেমেছে আজ রবিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটিতে ৩৩৩ জন যাত্রী ছিলেন।
এর আগে জেদ্দার স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। একইদিন রাত ৯টা ৫৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে গেছেন তাদের মধ্যে ৪১৯ হাজিকে নিয়ে রোববার রাতে একটি ফ্লাইট রওয়ানা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
ফ্লাইট অনুযায়ী দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদিতে পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন।