নামাজে দ্বিতীয় রাকাতের সেজদা শেষে বসা হচ্ছে ওয়াজিব। চার রাকাতবিশিষ্ট জোহর, আছর, ইশার নামাজসহ তিন রাকাতবিশিষ্ট মাগরিব ও বেতরের নামাজে দ্বিতীয় রাকাত শেষে বসতে হয়। তারপর উঠে দাঁড়িয়ে অবশিষ্ট নামাজ শেষ করতে হয়। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় রাকাতে না বসে, তাহলে দিতে হবে সাহু সেজদা।
হজরত আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) বলেন, ‘কোনো এক নামাজে আল্লাহর রাসুল (সা.) দুই রাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন। মুসল্লিরা তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন তাঁর নামাজ সমাপ্ত করার সময় হলো এবং আমরা তাঁর সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম ফেরানোর আগে তাকবির বলে বসে বসেই দুটি সেজদা করলেন। অতঃপর সালাম ফেরালেন’ (বুখারি : ১২২৪)। হজরত আবদুল্লাহ ইবনে বুহাইনাহ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) জোহরের দুই রাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাতের পর তিনি বসলেন না। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সেজদা করলেন এবং অতঃপর সালাম ফেরালেন।’ (বুখারি : ১২২৫)