আগামী বছরের ১২ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১৪ জানুয়ারি। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি, শেষ হবে ২১ জানুয়ারি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
বিশ্ব ইজতেমায় নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন তা আমরা করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেসব দেশের নাগরিকরা বাংলাদেশে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাবে।
রোহিঙ্গাদের ইজতেমায় অংশ নেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা বিদেশি নাগরিক, সুতরাং বিদেশি নাগরিকরা যে প্রক্রিয়ায় ইজতেমায় অংশ নেবেন, তাদেরও সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ