চীনে বসবাসরত বিদেশী নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে চীনের ক্ষমতাসীন দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (সিসিপি)। আর এই আইনের খসড়ার নাম দেয়া হয়েছে \’প্রভিসনস অন দ্য অ্যাডমিনিস্ট্রেসন অফ ফরেইন রিলিজিয়াস আক্টিভিটিস ইন দ্য পিওপলস রিপাবলিক অব চায়না\’। গত বছর নভেম্বরে চীনের আইন মন্ত্রণালয় এই খসড়ার অনুমোদন দেয়। ধারণা করা হচ্ছে চলতি বছর শীগগির তা কার্যকর করা হবে।
জানা যায়, সর্বমোট ৪০টি অনুচ্ছেদ করা হয়েছে খসড়া আইনে। ৫টি খণ্ডে এসব অনুচ্ছেদকে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ডে বলা হচ্ছে, চীনে বসবাসরত বিদেশী নাগরিকদের ধর্মীয় কর্মকাণ্ড ও বিশ্বাস পালন করতে হবে চীনা আইন অনুযায়ী। তৃতীয় খণ্ডে বলা হচ্ছে, বিদেশী ধর্মীয় উপাসনালয়গুলোকে অবশ্যই চীনকে বন্ধু রাষ্ট্র হিসেবে অবহিত এবং উৎসবের সময় কুশল বিনিময় করতে হবে।
ইন্ডিয়ান এক গণমাধ্যম বলছে, নতুন এই আইনের ফলে সিসিপি ধর্মীয় বিশ্বাস ও কর্মের ওপর চাপ প্রয়োগ করতে সক্ষম হবে। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং-কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যেই এই প্রচেষ্টা করছে তারা।