পবিত্র লাইলাতুল কদর পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হলো। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শবে কদরের রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা রাতে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া, মিলাদ ও আখেরি মোনাজাত করেন।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, মিলাদ, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top