ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে মঞ্জুরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত পৌনে বারোটায় এ ঘটনা ঘটে উপজেলা পুন ট্রি ইউনিয়নের সাহাপুর কামারপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৩০৫ (৫/৬) স্থানে।
নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
খবর পেয়ে মঞ্জুরুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজন এবং স্থানীয়দের দাবি, কোন কারণ ছাড়াই তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।
স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১০টায় মোবাইলে কেউ বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়ার পর আর বাসায় ফিরে আসেনি। রাত সাড়ে ১২ টায় সীমান্তের কাছে গুলিবিদ্ধ মঞ্জুরুলকে পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করা হয়। পরে বিষয়টি তারা পুলিশকে অবহিত করে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বিএসএফের গুলিতে মঞ্জুরুলের নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে লিখিতভাবে এ সীমান্ত হত্যার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিকে নিহত মঞ্জুরুলের মা, স্বজন এবং এলাকাবাসী কোন কারণ ছাড়াই তাকে গুলি করে হত্যার বিচার দাবি করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন জানিয়েছেন, নিহতের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।