পুকুর খনন করতে গিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দেবীপুর কচুয়া গ্রামে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৯ দশমিক ৪ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়।
আজ দুপুর ১২টায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ থানা কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার ১ নম্বর কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খনন করছিলেন শ্রমিকরা। এ সময় তারা মূর্তিটি দেখতে পেয়ে পুকুর মালিককে জানায়। পরে মালিক পুলিশকে জানালে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুকুরের মালিক সোলায়মান আলী জানান, সকালে তার পুরোতন পুকুর সংস্কারের জন্য মাটি খননের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় তারা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের খোদাই করা কষ্টিপাথরের মূর্তি দেখতে পান। বিষয়টি শ্রমিকরা তাকে জানালে তিনি নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে।