ডিমলা প্রতিনিধি (সরোয়ার জাহান সোহাগ): বাংলাদেশে শতকরা প্রায় ২০.৫ ভাগ দারিদ্র ও প্রায় ১০.৫ ভাগ জনগোষ্ঠী হত দরিদ্র সীমার নিচে বসবাস করে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে কর্মহীন এ জনগোষ্ঠীর একটি বড় অংশকে তাদের জীবন ও জীবিকা সংরক্ষণের জন্য সরকার বিভিন্ন প্রকার মানবিক সাহায্য প্রদান করছে।
ডিমলায় গরীব অসহায় ও কর্মহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা কার্ডের তালিকা হালনাগাদ চলছে। এ কাজে সহায়তা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, প্রাথমিক শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ইউপি সদস্য, ইউপি সচিব সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বুধবার এ তালিকা প্রণয়নের কাজ পরিদর্শন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
ডিমলা উপজেলায় ১০ ইউনিয়নে সুবিধা ভোগীদের সংখ্যা প্রায় ১০ হাজার ১৬৬ জন। পশ্চিম ছাতনাই ৮১৮ জন, বালাপাড়া ১২০০ জন, ডিমলা ১৬৩৫ জন, খগাখড়িবাড়ি ৭৭০ জন, গয়াবাড়ী ৮৩০ জন, নাউতারা ১২৮৩ জন, খালিশা চাপানী ১২১০ জন, ঝুনাগাছ চাপানী ১২৫৪ জন, টেপা খড়িবাড়ী ৬৫৫ জন এবং পূর্ব ছাতনাই ইউনিয়নে ৫২০ জন।