বগুড়ার কাহালুতে স্টাইল ফ্যাক্টরির শ্রমিক রাসেল মিয়াকে (১৮) পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেনকে (২৩) আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বীরকেদার এলাকায় স্থাপিত আবুল কালাম আজাদের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার বীরকেদার গ্রামের আবদুল হান্নানের ছেলে। আটক শ্রমিক রুবেল একই উপজেলার কালাই নওদাপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
নিহত রাসেলের মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকালে ওই স্টাইল ফ্যাক্টরিতে কাজ করতে গেলে সেখানে পূর্বপরিকল্পিতভাবে রুবেল মেশিন দিয়ে রাসেলের পায়ুপথে বাতাস দেয়।
এতে রাসেল গুরুতর আহত হয়। আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
এ ঘটনায় জড়িত রুবেলকে দুপুর ১২টায় আটক করা হয়েছে। এ ঘটনায় বিকাল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আবেদ আলী জানান, পায়ুপথে বাতাসে আহত শ্রমিক রাসেলকে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময় : ২৩৪১ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ