জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা মোতালেব হোসেন (৫৬)।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার খলিশাগাড়ি গ্রামের অটোচালক মোতালেব হোসেন অটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় ছেলে সোহাগ তাকে বাঁচাতে গেলে দুজনেই বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন।
গ্রামবাসী দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিশাগাড়ি গ্রাম থেকে আসা দুজনের মধ্যে সোহাগ নামের একজন আগেই মারা গেছেন। বাবা মোতালেব হোসেনকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ তিনি বাড়ি চলে গেছেন।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ নামের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময় : ২৩৩০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ