সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার দুইদিন পর আরিফুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাজারের কাছে একটি ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিফুল একই উপজেলার ক্ষিদ্রমাটিয়া মহল্লার শহিদ শেখের ছেলে। সে স্থানীয় শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, শনিবার সন্ধ্যায় মুকন্দগাঁতী বাজারে জুতা কিনতে গিয়ে নিখোঁজ হয় আরিফুল। অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি পরিবার। পরে সোমবার সকালে মুকুন্দগাঁতী বাজারের কাছে ক্যানেলে আরিফুলের ভাসমান মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত মাদ্রাসা ছাত্রের বাবা শহিদ শেখ বলেন, আরিফুল তার চার সহপাঠীকে মাদকসেবী বলায় শনিবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আরিফুলের কাছে থাকা তিন হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। বিকেল ৩টার দিকে আরিফুলের মামার সহায়তায় ওই টাকা উদ্ধার করা হয়।
ওইদিন সন্ধ্যায় জুতা কেনার কথা বলে আরিফুল বাজারে যাওয়ার পর নিখোঁজ হয়। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন সকালে থানায় অভিযোগ করা হয়। অবশেষে তার মরদেহ পাওয়া গেলো।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অভিযোগ পেয়ে রাতে অভিযুক্ত চার সহপাঠীর মধ্যে তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রাব্বী নামে অপর সহপাঠী পলাতক। আটক তিনজনকে পরে স্থানীয় কাউন্সিলরের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। সকালে নিখোঁজ শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুইদিন আগেই তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে