চাঁপাইনবাবগঞ্জে বালিকাকে ধর্ষণের মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলো- শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর কর্ণখালী গ্রামের জিয়ারুল ইসলাম, কাশিয়াবাড়ী ঘাইসাপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম এবং একই গ্রামের মো. এজু ওরফে নজু।
আসামিদের উপস্থিতিতে আজ চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২০ আগস্ট এক বালিকা কাশিয়াবাড়িতে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন গভীর রাতে জিয়ারুলসহ তার সহযোগীরা বাড়ি থেকে ওই বালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের পর একটি বাগানে ফেলে যায়। পরেরদিন মুমূর্ষু অবস্থায় বাগান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শিবগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ২০১৩ সালের ২১ নভেম্বর দুই জনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে