উকিল বারে সাবেক স্বামীকে পিটিয়ে সন্তান ছিনিয়ে নিলেন মা

রাজশাহী আদালতের উকিল বার থেকে সাবেক স্বামীকে পিটিয়ে সন্তান ছিনিয়ে নিয়ে গেলেন এক মা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক স্বামী হৃদয় ইসলাম (৩৫), তার বড় ভাই আখতারুজ্জামান আহত হয়েছেন। অপরপক্ষে মা হিরা বেগমও আহত হয়েছেন।

রাজশাহী মহানগরীর গনকপাড়া এলাকায় ভাড়া থাকেন আহত হৃদয় ইসলাম। তিনি অভিযোগ করে জানান, ১০ বছর আগে তার সঙ্গে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার হিরা বেগমের বিয়ে হয়। তাদের পরিবারে হিমেল নামে সাত বছরের এক সন্তান আছে। হিমেলের জন্মের কিছুদিন পরে তাদের মধ্যে দম্পত্য কলহ বাড়ে। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

এরপর হিরা বেগম সন্তানের দাবি করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত রায় দেয় যে, সন্তান হিমেল তার বাবার কাছেই থাকবে। এরপর হিরা আবারো আদালতে মামলা করেন। ওই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার। এরই জেরে হৃদয় ইসলাম ও তার সন্তান হিমেল এবং বড় ভাই আখতারুজ্জামান উকিল বারে বসে ছিলেন। এ সময় হিরা বেগম তার লোকজন নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হিরা বেগমের নেতৃত্বে সাদ্দাম, সিরাজ, মুন্নাসহ আরও কয়েকজন হামলাকারী তাদের বেধড়ক মারপিট করে শিশু হিমেলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শিশু ছিনিয়ে নেয়ার চেষ্টার সময়ে হিরা বেগমও আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হৃদয় ইসলামের আইনজীবী মোজাম্মেল হক জানান, এ ঘটনায় পুলিশকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে হৃদয় ইসলাম ও আখতারুজ্জামানকে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় বাদী হয়ে হৃদয় ইসলাম একটি মামলা দায়ের করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top