সিরাজগঞ্জের সলঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মোতালেব নামে এক বয়োবৃদ্ধ কৃষককে শ্বাসরোধে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকা থেকে তার পুলিশ ওই কৃষকের লাশ উদ্ধার করেছে। নিহত আব্দুল মোতালেব ওই গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে। মঙ্গলবার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে প্রতিবেশীর বাড়ির খড়ের গাদার কাছে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক বলেন, মঙ্গলবার রাতে বাড়ির পাশে বাউল গান শুনতে যান কৃষক আব্দুল মোতালেব। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে একই গ্রামের চাঁদ আলীর বাড়ির পেছনে খড়ের গাদার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদ আলীর দুই ছেলে রবিউল ও মমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে