নাটোরের লালপুরে সোমবার ভোরে আগুন লেগে বসতবাড়িসহ ১০টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার ভেল্লাবাড়ীয়া বাজারে এই ঘটনা ঘটে। পরে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দু\’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, উপজেলার ভেল্লাবাড়ীয়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে মহাশীন আলীর বসতবাড়িতে ভোরে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন বাড়ি সংলগ্ন একটি মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লালপুর ও দয়রামপুর ফায়ার সার্ভিসের দু\’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের ১০টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বসতবাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে