নাটোরে গরুবোঝাই ট্রাক খাদে, ৯ গরুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে নাটোর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার গাজির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ীরা। বাকী চারটি গরু গুরুতর জখম হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন আহমেদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরুবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি নাটোর সদর উপজেলার গাজির বিল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৯টি গরু ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকী চারটি গরু জখম হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গরুগুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে গরু ব্যবসায়ীরা জানান ৯টি গরুর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এই গরুগুলো তারা কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশের ধারণা ট্রাকে অতিরিক্ত গরু বোঝাই করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম