নাটোরের লালপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবির শপথ (২৫) নামের এক যুবকের প্রাণ গেছে। এই ঘটনা আজ রোববার বিকেলে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বলে জানা যায়।
নিহত যুবক উপজেলার আব্দুলপুরের মিল্কিপাড়া গ্রামের সুলাইমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, শপথ আমার নাতি হয় এবং আমার প্রতিবেশী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।