অনলাইন বিনোদন ভিত্তিক লাইকি অ্যাপের সঙ্গে যুক্ত থেকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী করার অভিযোগে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ যুবক, ও ২ সহযোগী তরুণীসহ মোট ৪ জনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।
আজ সোমবার (০৭ জুন) তাদের আটক করা হয়। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, এ সদস্যরা সকলেই একটি লাইকি গ্রুপের সাথে যুক্ত থেকে নগরীর বিভিন্ন স্থানে অশ্লীল ভিডিও তৈরি করে কিশোরীদের নায়িকা তৈরির প্রলোভন দেখায়। যাদের মধ্যে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি ভারতে টিকটক তারকা তৈরির প্রলোভনে পাচার ঠেকাতে পুলিশ এখন রাজশাহীর লাইকি ও টিকটকারদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। পুলিশ বলছে, প্রতিনিয়ত অভিযানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমন খারাপ কাজের সাথে যুক্তদের ভালো পথে ফিরে আসার অনুরোধ জানিয়ে পুলিশ কমিশনার হুমকি দিয়ে বলেন, যদি তারা এসব বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।