লিচু-আম পাড়ার তারিখ ঘোষণা নাটোর জেলা প্রশাসনের

আগামী ১০ মে থেকে নাটোর জেলায় লিচু এবং ২০ মে থেকে আম পেড়ে বাজারজাত করা হবে। আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম ও লিচু সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহারিয়াজ এ সিদ্ধান্ত জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তারাসহ জেলার আম ও লিচু চাষিরা এবং ব্যবসায়ীরা।

সভায় কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে ৭৯ হাজার ৬৭১ মেট্রিক টন আম ও ৯৮৩ হেক্টর জমিতে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সূত্রঃ নাটোর কৃষি বিভাগ