নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম লোকমান হোসেন মোল্লা। তিনি নওগাঁর মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের মছির উদ্দিন মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লোকমান হোসেনের সঙ্গে পাঁচ বছর আগে একই উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের মৃত নাসের উদ্দিন কবিরাজের মেয়ে শেফালী বিবির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন লোকমান। ২০১৬ সালের ৩ জানুয়ারি রাতে যৌতুকের দাবিতে স্ত্রী শেফালী বিবিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন লোকমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। ৫ জানুয়ারি এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শেফালীর ভাই জালাল উদ্দিন কবিরাজ।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার মামলার রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাহিদ মোর্শেদ বাবু। আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজেদুর রহমান বাবু।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল