মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীতে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আলীম উদ্দীন (৭০)। তার গ্রামে বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়ায়। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
তার নাতি মাসুম হোসেন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকায় গত ১১ আগস্ট আলীম উদ্দীনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সেখানেই তিনি মারা যান।
রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস জানান, মুক্তিযোদ্ধা আলীম উদ্দীনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন।