নাটোরে মহামারী করোনায় আক্রান্ত হয়েছে আটজন। রাতে আইইডিসিআর থেকে এটা জানানো হলেও নাম ঠিকানা এখনো নাটোরে পৌঁছেনি।
নাটোরের সিভিলি সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২২ ও ২৩ তারিখে পাঠানো নমুনাগুলো পরীক্ষা করে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, রাজশাহী পাঠানো নমুনা নিশ্চিত হওয়ার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি বলেন, তবে ঢাকা থেকে নাম ঠিকানা সংবলিত ইমেইল এখনো পাইনি। আমরা ইমেইলের অপেক্ষা করছি।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাম ঠিকানা পাওয়ার পর ওই বাড়িগুলো লকডাউন করাসহ পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। ফ্যাক্স বার্তা পাওয়ার পরপরই আমরা একশনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি।