চাঁপাইনবাবগঞ্জে প্রাণঘাতী করোনা রোগী শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

দেশে দিন দিন বাড়ছে করোনার পাদুর্ভাব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বাড়িতে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির (৩০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এতথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন।

তিনি জানান, কোভিড-১৯ আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জ জর্জ আদালতে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে ফেরার পর জেলায় নিয়মিত নমুনা সংগ্রহের অংশ হিসেবে তার নমুনা গত ১৫ এপ্রিল সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হয়।

আজ সোমবার বিকেলে পাওয়া ফলাফলে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। জেলায় এই ব্যক্তিই প্রথম করোনা রোগী শনাক্ত হলেন।

এদিকে আক্রান্ত ব্যাক্তির নমুনা করোনা পজেটিভ হওয়ায় আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

Scroll to Top