করোনাঃ অকারণে ঘোরাফেরা, ৩১ যুবককে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখলো পুলিশ

বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অমান্য করে অযথা আড্ডাবাজি, ঘোরাফেরা করার কারণে ৩১ যুবককে ৩০ মিনিট রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখে শহরে ঘোরাফেরা করার শাস্তি হিসেবে তাদের শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের নিচে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজন যেন বাসা থেকে অযথা বের না হয় সেজন্য সরকারি নির্দেশনা রয়েছে। এটা বাস্তবায়নে আমাদের পুলিশ প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

তারপরও রোববার (১৯ এপ্রিল) দুপুরে যারা কোনো কাজ ছাড়াই শহরে ঘোরাফেরা করছে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

Scroll to Top