উল্লাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জে উল্লাপাড়ার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কোরবান আলী (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কোরবান আলী চৈত্রহাটি গ্রামের ছোরমান আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে ওই এলাকার আলতাব হোসেন বাহিনী চৈত্রহাটি গ্রামে সরকারী জলাশয়ে মাছ ধরতে গেলে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাচলে প্রতিপক্ষের আঘাতে কোরবান আলীসহ অন্তত ২০জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কোরবানের অবস্থা আশঙ্কাজনক তাকে বগুড়া স্থানান্তর করা হয়। বগুড়া নেয়ার পথে কোরবানী আলী মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড তাজুল হুদা জানান, সংঘর্ষের খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখানো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

Scroll to Top