বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অবস্থান

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা তিনদিন ধরে অবস্থান করছেন। আর প্রেমিকার এমন অবস্থানের সংবাদে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা বাড়ির গেটে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দোগলাপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের কলেজ পড়ুয়া মেয়ের সাথে ৩ মাস পূর্বে খলিশাকান্দি পন্ডিতপাড়ার দুদু মিয়ার পুত্র শিহাবের (২৬) সাথে পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক সূত্র ধরে তারা বিভিন্ন স্থানে ঘোড়াফেরা করে। এরই এক পর্যায়ে কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়। থানা পুলিশ উভয়ের অভিভাবকদের খবর দিলে গত শনিবার অভিভাবকেরা খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যানসহ কাহালু থানায় যায়। সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে পুলিশ ছেলে-মেয়েকে চেয়ারম্যানের জিম্মায় দেয়। চেয়ারম্যান ওইদিন রাতেই ছেলে ও মেয়েকে নিয়ে ইউনিয়ন পরিষদের আলাদা ঘরে আটকে রাখে। পরের দিন রবিবার সকালে ইউনিয়ন পরিষদে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও কৌশলে ছেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর থেকে প্রেমিকা ছেলে শিহাবের বাড়িতে অবস্থান নেয়। এ অবস্থায় ছেলের পরিবার বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউপি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক জানান, উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ছেলের বাবা অসুস্থ হয়ে পড়ায় তা ভেস্তে যায়। গত রোববার থেকে কলেজ পড়ুয়া মেয়েটি ছেলের বাড়ির সামনে অবস্থান নিয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত সে ওই বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে।

মেয়ের বাবা আব্দুর রাজ্জাক জানান, গ্রাম্য বিচারে সমাধান না হলে আদালতের দারস্থ হতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল