স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় স্ত্রী উম্মে বেগমকে (৩৬) হত্যার দায়ে স্বামী শামছুল আলম শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম এই আদেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের সাহাদত হোসেনের ছেলে মাদকাসক্ত শামছুল শেখের স্ত্রী প্রতিবেশী মৃত তমিজ উদ্দিনের মেয়ে উম্মে বেগমকে প্রায় মারপিট করত।

২০১৫ সালের ২৬ আগষ্ট শামছুল তার স্ত্রী উম্মে বেগমকে মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্ত্রীকে জোর করে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়। আশংকাজনক অবস্থায় তাকে নাটোর সদর হাসতালে ভর্তি করার পর সে মারা যায়।

এ ব্যাপারে নিহতের ভাই ওসমান গণি বাদী একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামীর উপস্থিতে সোমবার এই রায় ঘোষনা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায় ঘোষনার সত্যতা নিশ্চিত করে জানান, যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top