মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ

মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শুভ চন্দ্র রায় (৩১) নামে এক বাংলাদেশির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাটারওয়ার্থ ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট সিতি জুলেখার সামনে আসামি শুভ চন্দ্র রায়ের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে উত্তর সেবেরাং পেরাই জেলার তামান মাক মান্দিন জায়ার একটি বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে শুভর বিরুদ্ধে।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারা এবং একই ফৌজদারি কার্যবিধির ৩২৬এ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত বাংলাদেশির মালয়েশিয়ায় বসবাসের কাগজপত্র যাচাই শেষে দেখা যায়, বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষেও তিনি দেশটিতে অবস্থান করছিলেন।

এদিকে দেশটির অভিবাসন বিভাগ বলছে, গত ৩১ মার্চ শ্রম পুনর্বিবেচনা কর্মসূচির (আরটিকে) মেয়াদ শেষ হওয়ার পরে অভিযুক্তের তার নিজ দেশে ফিরে যাওয়া উচিত ছিল।

আদালত আসামির জামিন নামঞ্জুর করে আইনজীবী নিয়োগের জন্য আগামি ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

Scroll to Top