fire at korea

অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২২, কোনো বাংলাদেশি ছিলেন কিনা জানা গেল

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের হোয়াসংসি এলাকায় লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক। তবে ওই কারখানায় কোনো বাংলাদেশি ছিলেন না।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতদের মধ্যে অধিকাংশ চীনের নাগরিক। ওই কারখানায় কোনো বাংলাদেশি না থাকলেও, ভয়াবহ এমন অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় এক দমকল কর্মকর্তা জানান, একটি গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে ব্যাটারি সেলগুলোতে ধারবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার একপর্যায়ে আগুন ধরে যায়। আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে কর্তৃপক্ষ।

Scroll to Top