\’৩রা নভেম্বর জাতির অন্যতম কলঙ্কময় দিন\’

ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে জেল হত্যা দিবস পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা গার দ্যু নর্দের একটি রেস্তোরাঁয় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমানের সঞ্চলনায় সভাটি অনুষ্টিত হয়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার শুরু হয়।

ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি এম, এ কাসেম বলেন, বাঙ্গালী জাতির অগ্র যাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম , তাজ উদ্দিন আহমেদ , ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান কে নীলনকশার মাধ্যমে হত্যা করা হয় ।
ইতিহাসের জঘন্যতম ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিরীহ সদস্যদের হত্যা করেই হায়েনারা ক্ষান্ত হয়নি । আওয়ামী লীগ কে তথা বাংলাদেশ কে নেতৃত্ব শূন্য করতে যে চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে প্রবাসী মুজিব নগর সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালিত করে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সম্পুর্ন সুরক্ষিত স্হান জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়।

\"\"

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিম,নাজিম উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম , রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের , অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কামরুল হোসেন বকুল ,সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, সহ-সভাপতি সোহরাব মৃর্ধা, সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, সাহেদ আলী, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, অবনী গোপাল চন্দ্র, শাহজাহান শাহী, আবু মোরশেদ পাটোয়ারী, হাজী জহিরুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, নজরুল চৌধুরী, মাসুদ হায়দার, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন , নিয়াজ উদ্দীন চৌধুরী হীরা , সাংগঠনিক সম্পাদক আলী হোসেন , সৈয়দ রেজা শাকিল , খালেদ গোলাম কিবরিয়া , জহিরুল ইসলাম বিপ্লব ,এইচ এম ইকবাল , সেলিম উদ্দীন , খালেকুজ্জামান , আলী আহমেদ জুবের,প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী , মুক্তিযোদ্ধা সম্পাদক সাইফুল ইসলাম,দফতর সম্পাদক পারভেজ রশিদ খাঁন , কৃষি সম্পাদক মাহমুদুল হক ,প্যারিস সিটি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান ফারুক, বেলাল আহমেদ, প্রকাশনা সম্পাদক আরমানুজ্জামান আরমান, মানবাধিকার সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ ,জনসংযোগ সম্পাদক তাজউদ্দিন তাজ , সহ তথ্য ও গবেষনা সম্পাদক রবিউল হোসেন,সহ দফতর সম্পাদক জাহেদ উর রশিদ,সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল,কাজী আনোয়ার,রেজাউল করিম রনি,ছাত্রলীগ সহসভাপতি হোসেন মুন্না প্রমুখ৷

\"\"

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৬  নভেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top