মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার জহুর রাজ্যের একটি পাম বাগানে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত অভিযানে ৫৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এছাড়া অন্যান্য দেশের আরো ১৪০ জন নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশের ৫৫, মিয়ানমারের ৬২, ভারতের ২৮, ইন্দোনেশিয়ার ৩১ (২৬ পুরুষ ও ৫ নারী), পাকিস্তানের ১৬, চীনের ২ এবং পূর্ব তিমুরের এক নাগরিকসহ মোট ১৯৫ জনকে আটক করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজ্যের জহুর বারু জেলার গেলাং পাতার পাম বাগানের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের ভিসা (কাগজপত্র) যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে বৈধ কাগজপত্র ছিল। আটক করা ১৯৫ জনের বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে।
বিবৃতিতে আরো বলা হয়, অবৈধ এই অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতার মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এই তথ্য পাওয়ার পরই ইমিগ্রেশন পুলিশ সেখানে অভিযান চালায়। মূলত মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯৫ জনকে আটক করা হয়। পরবর্তী তদন্তের জন্য তাদের জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। যারা অবৈধ অভিবাসীদের চাকরি অথবা নিয়োগ দেবে সেসব নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন অবৈধ অভিবাসীদের ডিসেম্বরের মধ্যে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের আওতায় নিবন্ধন করতে নিয়োগকর্তাদের আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।