মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটির অভিবাসন পুলিশ।
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুয়ালালামপুরের জালান পুডু উলুর একটি নাইট ক্লাবে অভিযান চালানো হয়। অভিযানে কাগজপত্রহীন ১৪ বাংলাদেশিসহ মোট ৩৪ জন বিদেশিকে আটক করা হয়। বিবৃতিতে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন।
এতে বলা হয়, একই স্থানে দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হয় এবং শনাক্তকৃত অপরাধগুলোর মধ্যে রয়েছে অনেকেই ওয়ার্ক পারমিট বা পারমিট পাসের শর্ত লঙ্ঘন করে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করে খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। এ ছাড়া অনেকেই দেশটিতে অতিরিক্ত অবস্থান করাসহ দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় এই ৩৪ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়া / ফাঁসি থেকে বাঁচলেও মাদক মামলায় প্রবাসী বাংলাদেশির
আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৯ জন নারী রয়েছে যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশের, একজন মিয়ানমার, ১৮ জন থাইল্যান্ড এবং একজন লাওসের নাগরিক রয়েছেন। আটককৃতদের সবার বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
সামসুল বদরীন আরও বলেন, অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগ পাওয়ার পর গত ১৪ দিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের ৪০ জন সদস্য। অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেও রেহাই পায়নি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, ৫ বাংলাদেশিসহ আটক ৪৫
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৫১ (৫) (বি), ধারা ৬ (১) (সি) এবং ধারা ১৫ (১) (সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (বি) এর অধীনে তদন্তে সহায়তা করার জন্য আটকদের কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।