অবৈধ কারণে মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের জন্য ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ বিদেশীকে দেশটির অভিবাসন বিভাগ আটক করেছে।

ফ্রি মালয়েশিয়া টুডে এবং দ্য নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুসারে, কুয়ালালামপুরের একটি চেরাস পাড়ায় তিনটি অ্যাপার্টমেন্টে অভিযানের সময় শুক্রবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে তাদের হেফাজতে নেওয়া হয়েছিল।

ইমিগ্রেশন বিভাগের মতে আটক বিদেশী নাগরিকদের অর্ধেকেরও বেশি বাংলাদেশি (২৫২)। মায়ানমারের ১০৮ জন, ইন্দোনেশিয়ার ৩০জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ৭ জন, কম্বোডিয়ার ৪ জন এবং ফিলিপাইনের ২ জন অন্যান্য জাতির মধ্যে রয়েছেন।
তারা কুয়ালালামপুরের নির্মাণ শিল্পে বিভিন্ন ব্যবসা এবং প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার কাজ করে।

প্রতিবেদন অনুসারে, তাদের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে পাস এবং পারমিটগুলি ভুলভাবে ব্যবহার করা এবং বৈধ আবাস না থাকা।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাহরিন মহসিনের মতে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ অনুসন্ধান ও আন্দোলন পর্যবেক্ষণের পর এই অভিযান চালানো হয়। তাদের বয়স 8 থেকে 54 এর মধ্যে, তিনি দাবি করেন।

অভিবাসন বিভাগের পরিচালকের মতে, পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, এবং অভিবাসন বিধি ১৯৬৩ সবই তদন্ত করা হবে এবং আটক ব্যক্তিদের জন্য প্রয়োগ করা হবে।

যে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে, সেই আবাসিক এলাকার বাসিন্দারা সেখানে অধিকসংখ্যক বিদেশিদের অবস্থান এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছিলেন বলে জানান ইমিগ্রেশন বিভাগের ওই পরিচালক।