সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ জন

সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় গত সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮-তে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন।

গত সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে ঘটে এ দুর্ঘটনা। এ সময় ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল ৪৭ এবং এদের মধ্যে বাংলাদেশি ৩৪ জন।

নিহত বাংলাদেশিরা হলেন–

১। রুকু মিয়া, পিতা: কালা মিয়া, থানা-উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া

২। মো. ইমাম হোসাইন রনি, পিতা: মো. আব্দুল লতিফ, থানা-উপজেলা: টঙ্গী, জেলা: গাজীপুর

৩। খাইরুল ইসলাম

৪। মো. রাসেল মোল্লা

৫। মো. নজরুল ইসলাম, পিতা: কাউসার মিয়া, থানা: কোতোয়ালি, জেলা: যশোর

৬। রুহুল আমিন

৭। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর

৮। মো. হেলাল উদ্দিন, নোয়াখালী

৯। মোহাম্মদ আসিফ, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার

১০। শাফাতুল ইসলাম, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার

১১। শাহিদুল ইসলাম, পিতা: মো. শরিয়ত উল্লাহ, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী

১২। তুষার মজুমদার

১৩। মামুন মিয়া, পিতা: আব্দুল আউয়াল, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা

১৪। মিরাজ হোসাইন

১৫। গিয়াস, পিতা: হামিদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা

১৬। মো. হোসাইন, পিতা: কাদের হোসাইন, উপজেলা: রামু, জেলা: কক্সবাজার

১৭। সাকিব, পিতা: আব্দুল আউয়াল

১৮। রানা মিয়া।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটলো।

সংবাদ সূত্রঃ আল-এখবারিয়া টিভি

Scroll to Top