আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল রিয়াদের বাংলা স্কুল

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করেছে।

মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্কুলের অধ্যক্ষ আফজাল হোসেনসহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা। শিক্ষার্থী তাহিয়া জামান ও মুনতাহা বিনতে আলমগীরের যৌথ সঞ্চালনায় স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদা সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ফাইন্যান্স ডাইরেক্টর আমিনুল হুদা, কো ফাইন্যান্স ডাইরেক্টর ফারুক হোসেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীরা। একুশের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, দেয়ালিকা তৈরি এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Scroll to Top