সাজা শেষে ১৩৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

১৯ হাজার ২৩৪ জন অভিবাসীকে সাজা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল রবিবার (৭ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের রবিাবর (৭ আগস্ট) পর্যন্ত ১৯ হাজার ২৩৪জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার ৩৩৪ জন বাংলাদেশি, দুই হাজার ২০০ জন মিয়ানমার, এক হাজার ৫০০ জন ভিয়েতনাম ও এক হাজার ২০০ জন থাইল্যান্ডের নাগরিক। এছাড়া এই সময়ের মধ্যে ১৩ হাজার বিভিন্ন দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ আরও জানান, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনো ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক রয়েছেন।